“আজকে আমি মৃত “
– আশীর্বাদ দত্ত
বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমি মৃত ।
মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, তাই আজকে আমি মৃত ।
বিষাক্ত এই শহরের, সকালের চায়ের ভাঁড়ে , যখন পড়ে গরম নিশ্বাস,
আমার হাজার উপন্যাসের মধ্যে একটা ছোট্ট রূপকথার দেখা পেতাম ।
বাড়লে সময়, বাড়তো উত্তেজনা,
এক দীর্ঘ ঠান্ডা যুদ্ধের প্রস্তুতি শেষে, যখন রওনা দেবো,
সেই পুরোনো দীর্ঘশ্বাস আবার ফিরে আসে এবং এক বুক সাহস নিয়ে আমি বেরিয়ে পড়ি ।
ঘন্টার পর ঘন্টা চার দেওয়ালের মরুভূমিতে,
মরীচিকা প্রায় দেখতে পেতাম,
কিন্তু আশ্রয় এর পেছনে দৌড়তে দৌড়তে কখন হারিয়ে গেলাম বুঝিনি আজও
কোথাও কড়া তেজের উত্তেজনা, তো কোথাও শীতেল নীরবতা।
দরকার টা ছিলো শুধু একটু অভ্যাসের ।
কথাকাটাকাটি, হল্লাহাটি, পেরিয়ে
যখন ভারী নয়নে আবার ফিরি আমার কারাগারে,
চেনা জাইগাটাকে অচেনা লাগে, অচেনা লাগে দেওয়ালের প্রতিটা কণা
তবুও এখন এই কারাগারের তীব্র দুর্গন্ধ টা , অভ্যাস হয়ে গেছে ,
অভ্যাস টা মন্দ নয় ।
এবং এই জঞ্জালে ভরা চোরাবালির টানে,
আজকে আমি মৃত।
বিকেল হতেই গায়ে চাদর নিয়ে, বেরিয়ে পড়ি,
ফুটবল মাঠের হাতছানির ডাকে সাড়া দিতে,
মাঠের ধারে, চুপচাপ বসে, হিসেব করি
ছেলেবেলায় ” ম্যারি এন” এর জন্য থাকতো একবুক উত্তেজনা আর ভালোলাগা,
এই বয়সে এসে সেটাই বদলে “বেলা বোস ” এর উত্তর এর অপেক্ষায় বসে থাকা টা বুঝিয়ে দেয়,
বয়স বেড়ে যাচ্ছে…
ধীর গতিতে, যখন চায়ের ভাঁড়ে অনুভব করি হালকা উষ্ণতা,
আমি খুঁজে বেড়ায় সেই প্রশ্নের উত্তর
“আমার দেখা বেলা বোস, সেদিন কেনো চুপ ছিলো,?
কেনো কথা বলেছিল শুধু নীরবতা …!!?”
সব বুঝেও ছিলাম আমি নীরব …, তবুও ছিলো ক্ষীণ আশা
যদি বেলা বোস আবার ফোন করে ….!!!
ভীড় বাসে হাজার যুদ্ধের পর , যখন দাঁড়াতে ঠাঁই পায়,
আমি দেখতে পায় অনেক গল্প,
কিছু অজানা , কিছু না বলা গল্প , যা ভীড় বাসের বদ্ধ জানলার মধ্যেই দম বন্ধ হয়ে মারা যায় ।
ইচ্ছে হয় পালিয়ে যেতে ….কিন্তু কতদূর যাবো !?
সেই একই ঠিকানা, সেই চিরচেনা কারাগারে !!!!???
গভীর রাতের চাদরে যখন নিজেকে হারিয়ে ফেলি ,
অন্ধকার সিলিং এর দিকে তাকালেই,
হিসেব গুলো গুলিয়ে যায় !!
আমি গুলিয়ে ফেলি, মুখোশ পরা এই বিষাক্ত শহরের মানুষ গুলোকে,
বেলা বোসের আবার ফোন না করার কারণ, আমার মনে থাকেনা,
মনে থাকেনা সেই চার দেওয়ালে বদ্ধ মরুভূমির মরীচিকা,
মনে থাকেনা, সেই ভীড় বাসের মধ্যে মরে যাওয়া হাজার গল্প…
মাথার কাছে ছেঁড়া আনন্দমেলা টা আজ পড়ে আছে অযত্নে, ওপরে জমেছে ধুলো,
এবং এই হিসেব গুলো তে দমবন্ধ হয়ে মরছি আমি রোজ
তাই চেঁচিয়ে বলছি
” আজকে আমি মৃত !!!!!”
—————-বং Life & More—————-
ফের করোনার হাতছানি। বন্ধ স্কুল-কলজে। হাতে অতিরিক্ত সময়। লেখালেখি করতে ভালোবাসেন, এমন ছাত্রছাত্রী ও যে কোনও পাঠকদের বাছাই হওয়া লেখা লেখক বা লেখিকার নামে প্রকাশ করব আমাদের ওয়েবসাইটে। গল্প, প্রবন্ধ, কবিতা, ফিচার বা সংবাদধর্মী যে কোনও লেখা পাঠান আমাদের ভার্চুয়াল ঠিকানায় – bonglifeandmore@gmail.com
Or WhatsApp – +919614407058
Darun hoyeche ❤️ keep it up😌😌😌😌