Wednesday, March 26, 2025

Abhijit Mukherjee joins TMC: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রণব ‘পুত্র’ অভিজিৎ মুখোপাধ্যায়

এবার মমতার হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন (Abhijit Mukherjee joins TMC) প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিলেন। এদিন অভিজিৎ বলেন, “প্রাথমিক সদস্য হিসেবে তৃণমূলে যোগদান করছি। দল যেমন দায়িত্ব দেবে, তেমনি ভাবেই কাজ করব।” তৃণমূলের বিশাল জয়ের পর এটাই ‘দলবদলে’ দ্বিতীয় চমক বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ ছেড়ে পুত্র শুভ্রাংসুকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়।

অভিজিৎ মুখোপাধ্যায়ের এই যোগদানের খবর কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল রাজনৈতিকমহলে। তৃণমূলের প্রবীণ নেতাদের সঙ্গেও নাকি তিনি সাক্ষাৎ করেছিলেন। প্রণব পুত্র অভিজিৎকে জঙ্গিপুরের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে তৃণমূল সূত্রে খবর।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ‘জঙ্গিপুর’ ও ‘সামশেরগঞ্জ’ কেন্দ্রের প্রার্থীরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় এখানে গত বিধানসভা ভোট হয়নি। এই দু’টি কেন্দের আসনের জন্য উপনির্বাচন হবে। ‘ভূমিপুত্র’ হওয়ায় জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হিসেবে তাঁকে দাঁড় করানোর বিষয়ে আলোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি জাল ভ্যাকসিন কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীর পক্ষে টুইট করে অভিজিৎ বলেছিলেন, “কোনো নির্দিষ্ট ব্যক্তির ভুল কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা উচিত নয়। যদি এমন হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মেহুল চোক্সী, নীরব মোদী এবং বিজয় মাল্য সম্পর্কিত মামলাগুলির জন্য দায়ী করা যেতে পারে।”

ব্যক্তিগত জীবনে অভিজিৎ রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আগে সরকারি চাকুরিতে যুক্ত ছিলেন। ২০১২ সালে তিনি প্রথম জঙ্গিপুরে কংগ্রেসের টিকিটে উপ-নির্বাচনে অংশ নিয়ে জয়লাভও করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে তিনি আবারও সাংসদ পদে নির্বাচিত হন। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয় অভিজিৎ মুখোপাধ্যায়কে।

 

আরও পড়ুন

Abhijit Mukherjee: আজই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রণব ‘পুত্র’ অভিজিৎ মুখোপাধ্যায়ের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles