শর্মিষ্ঠা ঘোষঃ একই দিনে জোড়া চমক। ক্রিকেট বিশ্বকাপের থিম সং রিলিজের দিনই প্রকাশ পেল ইন্ডিয়ান টিমের জার্সি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার উন্মোচন করল বিশ্বকাপের জার্সি। আর সেই সঙ্গে রিলিজ করল থিম সং ‘তিন কা ড্রিম’
তিন কা ড্রিম অর্থাৎ এই গান যা বিশ্বকাপকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। ভারত এর আগে ১৯৮৩, ২০১১ সালে বিশ্বকাপ জিতেছে। এবার ২০২৩ এর বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে। আর সেটাই হল তিন কা ড্রিম। গানটি গেয়েছেন জনপ্রিয় র্যাপার রাফতার। গানটির ভিডিওতে অভিনয় করেছেন বিরাট, রোহিত, হার্দিক পান্ডিয়া সহ ভারতীয় দলের প্লেয়াররা।
1983 ignited the spark.
2011 brought in glory.
2023 marks the beginning of #3KaDream. pic.twitter.com/1eA0mRiosV— adidas (@adidas) September 20, 2023
৮ অক্টোবর আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। ভারতীয় দলের জার্সি কেমন হবে তা নিয়ে অতি আগ্রহে রয়েছে সমস্ত দেশবাসী। আর সেই আগ্রহের অবসান ঘটিয়ে বিসিসিআই এবং অ্যাডিডাস বিশ্বকাপের জার্সি উন্মোচন করল। চিরাচরিত নীল রঙের জার্সির সাথে কমলা বর্ডার রয়েছে। এছাড়াও বিশ্বকাপ জার্সিতে জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা, সবুজ রং রয়েছে কাঁধের কাছে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যে জার্সি পড়ে ভারতীয় দল নামবে তাতে রয়েছে জাতীয়তাবাদের ছোঁওয়া।
অতএব সব মিলিয়ে বলা যায়, ২০২৩ এর বিশ্বকাপ আর কিছুদিন পর থেকে শুরু হতে চলেছে। আবারও একবার ইন্ডিয়া টীম সহ সমগ্র ভারতবর্ষ অপেক্ষা করছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বিরাজমান হোক।
Read more: Women Reservation Bill: পক্ষে ৪৫৪, বিপক্ষে ২, দীর্ঘ ২৭ বছর লোকসভায় পাশ মহিলা আসন সংরক্ষণ বিল