Thursday, October 3, 2024
More

    বন্ধুরা সহযাত্রীর আইবুড়ো ভাত খাওয়ালেন লোকাল ট্রেনেই

    দেবব্রত গাঙ্গুলি, বং লাইফ অ্যান্ড মোর: ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ডঃ এ.পি জে আব্দুল কালাম বলেছিলেন ”একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।”। এই উক্তি যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। বন্ধুত্বের অভিনব নজিরের সাক্ষী রইল হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনে। প্রিয় বন্ধুর বিয়ে, তাই বন্ধুরা মিলেই আইবুড়ো ভাত খাওয়ানোর পর্ব সারলেন লোকাল ট্রেনেই।https://www.facebook.com/bonglifeandmore/videos/616647190458654
    https://www.facebook.com/bonglifeandmore/videos/616647190458654

    প্রতিদিন লোকাল ট্রেনে তারকেশ্বর থেকে হাওড়া যান অনেকেই। হাওড়া স্টেশনে নেমে তারপর যে যার গন্তব্যে। আবার দিনের শেষে হাওড়া থেকে একইভাবে বাড়ি ফেরা। এই ‘আসা-যাওয়ার মাঝে’ এমন অনেক মানুষের সঙ্গে আলাপ হয়, যাঁদের হয়তো মনে না রাখলেও চলে। আবার এমন কিছু বন্ধুত্ব গড়ে ওঠে, যা হয়ে যায় আরও একটা পরিবারের মতো। এমনই যাতায়াতের সূত্রে ট্রেনে বন্ধুত্ব রাজেশের সঙ্গে অরূপ, দেবু, রঞ্জন, অনির্বাণ, পাপ্পু, রিন্টু, মিলন, দীপক, কমলের। চলন্ত ট্রেনের মধ্যেই পাত পেড়ে আইবুড়ো ভাত খাওয়ালেন তারাই। মেনুতে ছিল লেবু, লঙ্কা, শসা, ভাত, এঁচোড় চিংড়ি, মাছের কালিয়া, চাটনি, সন্দেশ, পায়েশ ও দই। সব শেষে ছিল কোল্ড ড্রিংক্সও। এলাহি আয়োজন। যাতেই এদিন হইহই করে কাটল তারকেশ্বর-হাওড়া লোকালে আইবুড়ো ভাত-পর্ব। যার আনন্দ ভাগ করে নিলেন সাধারণ যাত্রীরাও। প্রশংসা করলেন নেটিজেনরাও।

    ফেলে দেওয়া হয়েছিল ভাঙা যন্ত্রাংশ, তৈরি হল ৭ সিটারের গাড়ি

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles