জেলে বসেই লোকসভা ভোটে জয়ী হলেন খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। লক্ষাধিক ভোটে তিনি জিতেছেন পঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে।জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ অসমের জেলে বন্দি রয়েছেন অমৃতপাল। এক দিনের জন্যও প্রচারে যেতে পারেননি। এই অবস্থাতেও মঙ্গলবার ভোটে জিতেছেন তিনি।এক দিনও প্রচারের জন্য বার হননি। জেলে বসেই জয়ী হলেন খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। লক্ষাধিক ভোটে তিনি জিতেছেন পঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে।
জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই অভিযোগে জেলে রয়েছেন তিনি। অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি তিনি। সেখান থেকেই লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে। নির্দল প্রার্থী হিসাবে। পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ভোটে জিতে সাংসদ হয়েছেন। তিনি হলেন অমৃতপাল সিং। পঞ্জাবের ব়্যাডিক্যাল নেতা হিসাবে পরিচিত তিনি। অমৃতপাল সিং ওয়ারিস পঞ্জাব ডি-র প্রধান। গত বছর ফেব্রুয়ারি মাসে অমৃতপালকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল পঞ্জাব। তাঁর এক সমর্থকে গ্রেফতার করেছিল পুলিশ। তখন এক দল উন্মত্ত জনতা থানায় আক্রমণ করে ছাড়িয়ে আনেন। সেই হামলার পিছনে অমৃতপাল ছিলেন বলে অভিযোগ। এই ঘটনার মাসখানেক পর গ্রেফতার হন অমৃতপাল। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলাতেই অসমের জেলেবন্দি রয়েছেন তিনি।
Read more Fact check: প্রশান্ত কিশোর যোগ দিলেন বিজেপি তে? ভাইরাল চিঠিটি ফেক