বিজিপি ছাড়লেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোমবার টুইটারে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। কথা রাখে নি গেরুয়া শিবির এমনই অভিযোগ অভিনেতার। ২০২১এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। মাত্র ৪ মাসের মধ্যেই মোহভঙ্গ অভিনেতার।
২০২১ এর ভোটের আগে তৃণমূলে যোগদান বনির মা প্রিয়া সেন গুপ্ত ও প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়। কিন্তু তারপরই সবাইকে অবাক করে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অভিনেতা বনি সেনগুপ্ত। রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি। মঞ্চে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও দেখা গিয়েছিল তাঁকে।
সোমবার টুইট করে তিনি বলেন, আজ থেকে বিজেপির সঙ্গে তাঁর সব সম্পর্ক ছিন্ন হল। বিজেপি আমাকে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে ব্যর্থ হয়েছে। এছাড়া বাংলার মানুষ ও বাংলা চলচ্চিত্রের জগতেও কোনও অগ্রগতি দেখতে পাচ্ছেন না একথাও টুইটে উল্লেখ করেন তিনি।
এর আগে একাধিক তারকাকে ভোট পরবর্তী সময়ে গেরুয়া শিবির ছাড়তে দেখা যায়। ২০২১-এর নভেম্বরে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বনি সেনগুপ্তকে গেরুয়া শিবিরে নিয়ে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনিও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন। ২০২১এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ছিলেন বনি সেনগুপ্তের প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী মুকুল রায়। ইতিমধ্যে মুকুল রায়ও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন।
আরও পড়ুন
বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সনের দায়িত্বভার গ্রহণ করলেন কাকলি তা গুপ্ত