মৌ রায়, বর্ধমান: মঙ্গলবার বর্ধমান শহরে উদ্বোধন করা হল পুলিশের ই-বাইক পরিষেবা। বর্ধমানের (Burdwan) পুলিশ লাইন মাঠে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক ভাবে ২৫ টি ই-বাইক পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদিন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই জি (পশ্চিমাঞ্চল) ভরতলাল মিনা, জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন, অতিরিক্ত জেলাশাসক কল্যাণ সিংহ রায় সহ অন্যান্য পুলিশ অফিসাররা।
জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, বর্ধমান, কালনা এবং কাটোয়া পৌরসভা এলাকায় এই ২৫ টি ই-বাইক পেট্রোলিং ও পুলিশের অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হবে। ধাপে ধাপে এই ই-বাইকের সংখ্যা আরও বাড়ানো হবে এবং অন্যান্য পৌরসভা এলাকাতেও এই ই-বাইক ব্যবহার করার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, ই-বাইকের মাধ্যমে পরিবেশ দূষণ অনেকটাই কমবে, এই বার্তা দেওয়ার জন্যই পুলিশের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন