ফের অবৈধ দখলদারী উচ্ছেদ অভিযানে নামতে চলেছে বর্ধমান পৌরসভা। মঙ্গলবার বর্ধমান পৌরসভার তরফে একটি নোটিশ জারি করে এমনটাই জানানো হয়েছে। নোটিশে তারিখ, বার ও স্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কবে কোথায় উচ্ছেদ অভিযান করা হবে।
পৌরসভার দেওয়া নোটিশ থেকে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই উচ্ছেদ অভিযান শুরু করবে পৌরসভা। জানা গিয়েছে –
১ আগস্ট – বর্ধমান হাসপাতাল থেকে নার্সকোয়ার্টার মোড় ও কৃষ্ণসায়র পার্ক সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান করা হবে।
৬ আগস্ট – জেলখানা মোড় থেকে রানিগঞ্জ বাজার মোড় পর্যন্ত।
৯ আগস্ট – সর্বমঙ্গলা মন্দির এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে।
১৩ আগস্ট – টাউন হল থেকে বড়নীলপুর মোড় (লাল্টু স্মৃতি সংঘ ) পর্যন্ত।
২১ আগস্ট বর্ধমান রাজ কলেজের আশেপাশের এলাকা।
২৮ আগস্ট বড়নীলপুর মোড়( (লাল্টু স্মৃতি সংঘ ) থেকে ঘোরদৌড়ে চটি এলাকায় অভিযান চালাবে পৌরসভা।