দেবব্রত রায়, বর্ধমান: পূর্ব বর্ধমান টুরিষ্ট বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের তরফ থেকে স্মারকলিপি জমা দেওয়া হল শুক্রবার। পূর্ব বর্ধমানের (Burdwan) রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয় এদিন। করোনা সংক্রমণ রুখতে সরকারি নির্দেশ অনুযায়ী বর্তমানে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের পর্যটনকেন্দ্রগুলি। ফলে আর্থিক সমস্যার সন্মুখীন হতে হচ্ছে টুরিষ্ট বাস চালক ও কর্মচারীদের।
টুরিষ্ট বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের দাবি পর্যটনকেন্দ্রগুলি বন্ধ থাকার কারণে তাঁরা মালিক পক্ষের কাছ থেকে কোনও মাসিক বেতন পাচ্ছেন না। ফলে আর্থিক অনটনের সন্মুখীন হতে হচ্ছে তাঁদের সবাইকে। তাই সরকারের কাছে তাঁদের আবেদন পর্যটন শিল্পের সঙ্গে টুরিষ্ট বাস কর্মচারীদের আর্থিক ক্ষতি পর্যালোচনা করে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদানের যেন ব্যবস্থা করা হয়।

এদিন তাঁরা স্মারকলিপিতে দাবি জানান,
- কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে টুরিষ্ট বাস গুলিকে নাইট কার্ফুর আওতার বাইরে রেখে চালানোর অনুমতি দেওয়া হোক।
- সরকারি ভাবে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা করা হোক।
- পশ্চিমবঙ্গের সমস্ত পর্যটন কেন্দ্র গুলি কোভিড বিধি মেনে খুলে দেওয়া হোক।
অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে এদিন আবেদন জানান তাঁরা।
আরও পড়ুন
করোনা রুখতে বর্ধমানে দোকান বন্ধের সিদ্ধান্ত, পক্ষে-বিপক্ষে কী বলছেন শহরবাসী ?