ফের দেশের মধ্যে প্রথম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং (Times Higher Education) অনুযায়ী দেশের সমস্ত কেন্দ্র ও রাজ্য নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করল কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘সার্বিক উন্নয়ন ও প্রসার’ ক্যাটেগরিতে প্রথম স্থান দখল করল এই বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরিতে সারা বিশ্বের মধ্যে ১৪ তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই স্বীকৃতি পাওয়ায় খুশি সকলেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakravarti Banerjee) সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই স্বীকৃতি আমাদের কাছে গর্বের বিষয়।”
এ বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ট্যুইট করে বলেন, ”দেশের সমস্ত কেন্দ্র ও রাজ্য নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তার জন্য গর্বিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, সমস্ত শিক্ষক- শিক্ষিকা ও পড়ুয়াদের অভিনন্দন।”
এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিক স্বীকৃতি পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর অ্যাকাডেমিক র্যাঙ্কিং অব দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের (Academic Ranking of World Universities) বিচার অনুযায়ী ভারতের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি গত বছরের শেষ দিকে ‘কিউএস এমপ্লয়বিলিটি ২০২২’ (QS Employability 2022) তালিকাও প্রকাশিত হয়েছিল। বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আগামী বছরের মধ্যে চাকরি পাবে এমন পড়ুয়াদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছিল। ক্যাম্পাস ইন্টারভিউ (Campus Interview) থেকে শুরু করে চাকরি পাওয়া ছাত্রছাত্রীদের নিরিখে গোটা বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ও। তালিকায় অন্তর্ভুক্ত প্রথম ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নাম ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং গোটা বিশ্বের মধ্যে কলকাতা স্থান পেয়েছিল ৫০১-এ। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও একটি তালিকা তৈরি করা হয়েছিল। এই তালিকায় সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে প্রথম স্থান অধিকার করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার আরও একটি পালক যুক্ত হল সেই খ্যাতির মুকুটে।
আরও পড়ুন
পেনশনহোল্ডারদের লাইফ সার্টিফিকেট নিয়ে নতুন ঘোষণা, বদলাচ্ছে পুরোনো নিয়ম