গরু পাচারকান্ডে এবার নাম জড়ালো বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। অভিনেতা ও সাংসদ দেবের পর এবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করল সিবিআই। ১৪ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজির হতে বলেছে সিবিআই। তবে তদন্তের খাতিরে অনুব্রতকে শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
সিবিআই সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে এর আগে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। যেই রুট দিয়ে এই গরুপাচার করা হতো সেই সমস্ত রুটের বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে এই জিজ্ঞাসাবাদের সময় ঘাটালের নাম এবং ঘাটালের সাংসদ হওয়ার কারণে দেবের নামও উঠে এসেছিল। যার ফলে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে দেবকে। আপাতত তদন্তের খাতিরে অনুব্রতর মতো দেবকেও শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে এবং এই তদন্তে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অভিনেতা-সাংসদ দেব।
২০২০ সালের নভেম্বর মাসে গরু পাচারকাণ্ডের তদন্ত শুরু করেছিল সিবিআই (CBI)। সিবিআইয়ের পর এবার এই মামলায় তদন্ত শুরু করলো ইডি। গরু পাচার করার টাকা কোথায়, কিভাবে এবং কার হাতে যেত এই সমস্ত বিষয় এবার থেকে খতিয়ে দেখবে ইডি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন