CBSE 12th result 2022: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি (CBSE) উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। জানা গিয়েছে, সিবিএসসি CBSE বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। CBSE সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাওয়া যাবে cbse.gov.in, cbresults.nic.in-এ। শিক্ষার্থীরা cbse.gov.in ও cbresults.nic.in থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবে।
CBSE 12th result 2022 রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন ?
cbse.gov.in, cbresults.nic.in এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লাস 12 রেজাল্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর অথবা রোল নম্বর লিখলেই দেখতে পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এরপর এটি ডাউনলোড অথবা প্রিন্ট আউট করতে হবে।
২০২২ সালে CBSE বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোট ১৪ লক্ষ শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের।
আরও পড়ুন
CBSE 10th Result 2022: সিবিএসসি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা