Thursday, April 25, 2024

Lata Mangeshkar: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁকে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে রবীন্দ্র সদনে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় (Mamata Banerjee), অরূপ রায়, শশী পাঁজা, মদন মিত্র (Madan Mitra), ইন্দ্রনীল সেন (Indranil Sen) সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া সাধারণ মানুষের জন্য এদিন বিকাল ৫টা পর্যন্ত লতা মঙ্গশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করার ব্যবস্থা করা হয়। এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে রবীন্দ্র সদনে বাজানো হয় লতা মঙ্গেশকরের বিভিন্ন গান।

করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। শনিবার হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বইয়ের শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে শিবাজী পার্কে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে জানানো হল না সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles