Covid Update: দেশজুড়ে ওঠানামা করছে করোনাগ্রাফ। করোনার দাপট একটু কমতেই বেশিরভাগ মানুষ মানছে না কোনও বিধি। ১০ জনের মধ্যে ৯ জনকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই বাইরে বেরোতে। এরই মধ্যে কেরলে চিহ্নিত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুটি পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই দুটি পুরসভা এলাকাকে পিঙ্ক জোন (Pink Zone) হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এই দুটি পুরসভা এলাকার মধ্যে একটি হল রাজারহাট (Rajarhat) – নিউটাউন (Newtown) এবং অন্যটি হল বিধাননগর (Bidhannagar) পুরসভা। সাধারণত কোনও এলাকাকে পিঙ্ক জোন হিসেবে তখনই ঘোষণা করা হয় যখন এক সপ্তাহে কোনও এলাকায় ১০ ও তার বেশি করোনা আক্রান্ত হয়। গত এক সপ্তাহে রাজারহাট – নিউটাউনে ১০ জন এবং বিধাননগরে ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা পুরসভার (Kolkata Municipal) ১৪৪ নম্বর ওয়ার্ড ইতিমধ্যেই পিঙ্ক জোনে রয়েছে।
এছাড়া এক সপ্তাহে কোনও এলাকায় দু জনের বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে ব্ল্যাক জোন (Black Zone) ঘোষণা করা হয়। কলকাতা পুরসভার ১৬টি ওয়ার্ড ব্ল্যাক জোনে রয়েছে। এর পাশাপাশি ব্ল্যাক জোনে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম (Dum Dum), রাজপুর-সোনারপুর, পানিহাটি (Panihati), খড়গপুর (Kharagpur) ও বাঁকুড়া (Bankura) পুরসভায়। এই এলাকাগুলিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
মে মাসের শুরুর দিকে খবর পাওয়া যায় রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী হলেও ৫টি এলাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। তখন স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, ব্যারাকপুর (Barrackpore) ও খড়গপুর, রাজারহাট – নিউটাউন এবং লাভপুর (Labhpur) পুরসভা এলাকায় এপ্রিল মাসের শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুরসভা এলাকায় যারা করোনা আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে ৯৫ শতাংশই ছিলেন আইআইটি (IIT Kharagpur) ক্যাম্পাসের বাসিন্দা। এই খবর পাওয়ার পর থেকেই ওই এলাকাগুলিতে নেওয়া হয় বাড়তি সতর্কতা।
নতুন দুই ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের (Variant) হদিশ পাওয়া গিয়েছে ভারতে। এই নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে তামিলনাড়ু (Tamil Nadu), হায়দরাবাদ (Hyderabad) ও তেলেঙ্গানায় (Telangana)। দক্ষিণ আফ্রিকায় (South Bengal) করোনার পঞ্চম ঢেউয়ের অন্যতম কারণ হল ওমিক্রনের এই নতুন দুই ভ্যারিয়েন্ট। ওমিক্রনের এই নতুন দুই ভ্যারিয়েন্ট হল BA.4 ও BA.5। সম্প্রতি তামিলনাড়ুতে এক ১৯ বছর বয়সী তরুণীর শরীরে হদিশ পাওয়া যায় BA.4 ভ্যারিয়েন্টের। এই তরুণীর দাবি যে সম্প্রতি তিনি কোথাও যাননি। এছাড়া তেলেঙ্গানায় এক ৮০ বছর বয়সী মহিলার শরীরে হদিশ পাওয়া যায় BA.5 ভ্যারিয়েন্টের। ওমিক্রনের এই নতুন দুই ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই মারাত্মক রূপ নিয়েছে দক্ষিণ আফ্রিকায়। গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে ৫২ কোটি।
আরও পড়ুন