Wednesday, April 24, 2024

প্রকাশিত হল CSIR NET 2021 পরীক্ষার ফল, কীভাবে দেখবেন?

প্রকাশ করা হল CSIR NET 2021 পরীক্ষার ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency), কাউন্সিল অফ সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (Council of Scientific and Industrial Research NET 2021), এনটিএ (NTA)-এর ফল ঘোষণা করা হয়েছে বুধবার। অফিশিয়াল CSIR ওয়েবসাইট csirnet.nta.nic.in-এ পরীক্ষার্থীরা স্কোর কার্ড দেখতে পাবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৯ মার্চ এই ফল ঘোষণা করেছে। CSIR NET 2021 অথবা CSIR UGC NET 2022-এ যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁরা ফল কীভাবে দেখবেন জেনে নিন-

  • প্রথমে অফিশিয়াল CSIR ওয়েবসাইট csirnet.nta.nic.in -এ যেতে হবে।
  • সাইটের হোম পেজে দেওয়া ‘ডাউনলোড স্কোর বোর্ড’ লেখায় ক্লিক করতে হবে।
  • এরপর CSIR NET 2021 লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর সঠিক অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা দিতে হবে।
  • এরপরই দেখা যাবে পরীক্ষার ফল।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) সূত্রে খবর, CSIR-এর চূড়ান্ত ফল ঘোষণা করা হলেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফ থেকে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হবে। এনটিএ (NTA)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ লক্ষেরও বেশি জন পরীক্ষা দিয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপে (Junior Research Fellowship)। অ্যাসিটেন্ট প্রফেসর (Assistant Professor) এবং লেকচারশিপ (Lectureship) পদের জন্য সংখ্যা ৪০ হাজারের বেশি ছিল।

আরও পড়ুন

JEE Main-এর জন্য দিন বদল হল উচ্চমাধ্যমিক পরীক্ষার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles