প্রকাশ করা হল CSIR NET 2021 পরীক্ষার ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency), কাউন্সিল অফ সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (Council of Scientific and Industrial Research NET 2021), এনটিএ (NTA)-এর ফল ঘোষণা করা হয়েছে বুধবার। অফিশিয়াল CSIR ওয়েবসাইট csirnet.nta.nic.in-এ পরীক্ষার্থীরা স্কোর কার্ড দেখতে পাবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৯ মার্চ এই ফল ঘোষণা করেছে। CSIR NET 2021 অথবা CSIR UGC NET 2022-এ যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁরা ফল কীভাবে দেখবেন জেনে নিন-
- প্রথমে অফিশিয়াল CSIR ওয়েবসাইট csirnet.nta.nic.in -এ যেতে হবে।
- সাইটের হোম পেজে দেওয়া ‘ডাউনলোড স্কোর বোর্ড’ লেখায় ক্লিক করতে হবে।
- এরপর CSIR NET 2021 লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর সঠিক অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা দিতে হবে।
- এরপরই দেখা যাবে পরীক্ষার ফল।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) সূত্রে খবর, CSIR-এর চূড়ান্ত ফল ঘোষণা করা হলেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফ থেকে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হবে। এনটিএ (NTA)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ লক্ষেরও বেশি জন পরীক্ষা দিয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপে (Junior Research Fellowship)। অ্যাসিটেন্ট প্রফেসর (Assistant Professor) এবং লেকচারশিপ (Lectureship) পদের জন্য সংখ্যা ৪০ হাজারের বেশি ছিল।
আরও পড়ুন