Thursday, April 25, 2024

ফেলে দেওয়া হয়েছিল ভাঙা যন্ত্রাংশ, তৈরি হল ৭ সিটারের গাড়ি

দেবব্রত গাঙ্গুলি, বং লাইফ অ্যান্ড মোর: আবর্জনায় ফেলে দেওয়া হয়েছিল ভাঙা যন্ত্রাংশ, লোহা, টিন। সকলকে অবাক করে সেই জিনিসেই তৈরি হল সাত সিটারের গাড়ি! অনায়াসে বয়ে নিয়ে যাচ্ছে সাত জনকে, খরচ নেই জ্বালানির, লাগে না পেট্রল-ডিজেল সাধারণ যুবকদের অভিনব আবিষ্কারে নজির।
www.facebook.com/bonglifeandmore/videos/106283482461675
https://www.facebook.com/bonglifeandmore/videos/106283482461675

জানা গিয়েছে, গাড়িটি তৈরি করা হয়েছে বিভিন্ন গাড়ির ফেলে দেওয়া টুকরো টুকরো অংশ জুড়ে। স্কুটারের মতো ইঞ্জিন। মাথার ছাদ তৈরি করা হয়েছে তিনটি সৌর প্যানেল দিয়ে। গাড়ির জ্বালানি আসছে সেখান থেকেই। সাত আসনের এই গাড়িটির চাকা কেবল দু’টি। তবে, তাতে যাত্রী স্বাচ্ছন্দ্যে ঘাটতি হয়নি। সাত জন যাত্রীর বসার জায়গা তো বটেই, তার সঙ্গে রোদ-জলে মাথার ছাদেরও ব্যবস্থা রয়েছে এই গাড়িতে। গোটা বিষয়টি সামনে এনেছেন, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।প্রশংসায় পঞ্চমুখ হয়ে শেয়ার করেছেন নিজের টুইটারে। টুইটে তিনি লেখেন, ‘‘এই ধরণের আবিষ্কার দেখলে আমার দেশ ভারতকে নিয়ে গর্ব হয় আমার।’’ ভিডিয়োটি দেখে শিল্পপতির সঙ্গে একমত হয়েছেন অনেকেই। আমাদের তরফ থেকেও আবিষ্কর্তাকে জানাই কুর্নিশ এভাবেই এগিয়ে চলো।

KTM ও Bajaj মিলে শীঘ্রই আনছে অত্যাধুনিক ইলেকট্রিক বাইক

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles