মৌ রায়, বর্ধমানঃ বিজেপির চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিতে এসে বর্ধমানে(Burdwan) রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বাজেট অধিবেশেনে দিল্লি রওনা হওয়ার আগে রবিবার বর্ধমান(Burdwan) স্টেশন চত্বরে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন তিনি। দিলীপ ঘোষ ছাড়াও এদিনের চা চক্রে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা সহ দলীয় কর্মী ও সদস্যরা।
এদিন বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সম্প্রতি একটি মার্কিন জার্নালে পেগাসাস নিয়ে যে তথ্য প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে তিনি বলেন যে কেউ যা কিছু লিখে দিতে পারে। তার সত্য মিথ্যা কী যে কেউ বলে দিতে পারে। আগামীকাল থেকে পার্লামেন্ট শুরু হবে তার আগে বিরোধীদের ইস্যু চাই যাতে হাঙ্গামা করতে পারে, সেই কারণে এই সময় পেগাসাস নিয়ে এসব বলা হচ্ছে।
এছাড়াও, সিএএ নিয়ে তিনি বলেন সঠিক সময়ে সিএএ লাগু করা হবে।
বর্ধমান হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি বলেন হাসপাতালগুলির কী দুরবস্থা এই ঘটনা তার প্রমান। এর পিছনে গাফিলতি রয়েছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। পানশালা এবং অন্যান্য অনেক কিছুই খোলা হচ্ছে কিন্তু স্কুল খোলা হচ্ছে না । এদিন এভাবেই নানা বিষয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ।
বর্ধমান হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দিলীপ ঘোষের তোলা অভিযোগের প্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন বিজেপি এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। পূর্ণাঙ্গ তদন্তের পর স্বাস্থ্য দপ্তর এবং তদন্তকারী দল মানুষের সামনে সত্য প্রকাশ্যে আনবে ।
আরও পড়ুন Burdwan: পূর্ব বর্ধমান জেলা বিজেপির নতুন কমিটি গঠন, জায়গা পেলেন কে কে ?