Friday, April 25, 2025

Fact Check: ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা হয়নি, ভিডিয়োটি বাংলাদেশের

রিন্টু ব্রহ্ম

কখনও অসতর্কতার কারণে আবার কখনও দুর্ঘটনার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। এরকমই একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রথযাত্রায় বেরিয়ে বহু মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

screenshot
সেই ফেক পোস্ট

ভাইরাল এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনেক মানুষ রাস্তার উপরে পড়ে আছেন ও তাঁদের দেহ দিয়ে ধোঁয়া উড়ছে। আবার অন্যদিকে কিছু মানুষ তাঁদেরকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে, ত্রিপুরার রাজ্যের আমবাসায় একটি রথ বেরিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। ও  এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ জনের।

এক ফেসবুক ইউজার ভাইরাল ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে লিখেছেন, “কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার ত্রিপুরার আমবাসায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৪০-৫০ জন মারা গিয়েছে। আর ওই রাজ্যেই ডবল ইঞ্জিন সরকার চুপ।”

আমরা এই ঘটনার ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখি যে, এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে। রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ভারতের ত্রিপুরা রাজ্যের নয়। আসলে সেটি বাংলাদেশের বগুড়ার।

কীভাবে আমরা সত্য জানলাম  ?

গত ৭ জুলাই সোজা রথের দিন ত্রিপুরার আমবাসায় এহেন কোনও দুর্ঘটনা ঘটেছে কিনা তার সত্যতা জানতে আমরা একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে আমরা এমন কোনও তথ্য পাইনি। যা থেকে ভাইরাল ভিডিয়োর দাবির সত্যতা প্রমাণ হয়নি। পাশাপাশি আমরা ভাইরাল ভিডিয়ো থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা ইন্ডিয়া টুডের আজতক বাংলার একটি নিউজ পাই। যারা ফ্যাক্ট চেক করে আগেই এই সংবাদ করেছে।

অন্যদিকে তখন আমরা কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যমের সংবাদ সার্চ করে পাই। ৭ জুলাই বাংলাদেশি সংবাদমাধ্যম বাংলা নিউজ ২৪-এর ১টি প্রতিবেদন খুঁজে পাই। আসল খবরটি খুঁজে পাই। যেখানে উল্লেখ ছিল, গত ৭ জুলাই বিকালে বগুড়ার সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে ৫ জনের। এবং ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন নাগরিক।

screenshot

এই ঘটনার আরও একটি খবরের লিঙ্ক পাই। গত ৮ জুলাই অপর এক বাংলাদেশি সংবাদ পোর্টাল প্রথম আলোর প্রতিবেদনে। সেখানেও একই ঘটনার কথা লেখা হয়।

এছাড়াও বাংলাদেশি মিডিয়া যমুনা টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একই ভাইরাল ভিডিয়োটি দেখতে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, বগুড়ায় রথযাত্রায় কারেন্ট লেগে ৫ জন ভক্তের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গড়া হয়েছে। আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর থেকে স্পষ্ট প্রমাণ হয় যে, ত্রিপুরার আমবাসায় রথযাত্রায় বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার যে দাবি করা হয়েছে তা মিথ্যে ও বিভ্রান্তিকর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি আসলে বাংলাদেশের বগুড়ার।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles