রিন্টু ব্রহ্ম
আসল ছবিতে মহিলাটি ভারতে ১০০ কোটি কোভিড -19 টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করার জন্য প্রধনমন্ত্রীকে মোদিজী কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ু কন্যাকুমারী বিবেকানন্দ মেমোরিয়াল হলে তিন দিনের আধ্যাত্বিক পশ্চাদপসরণ করছেন । তার সফরের সময়, একজন ডিএমকে আইনজীবী চেন্নাইয়ের বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদে “গো ব্যাক মোদি” পোস্টার লাগান।
এখন, কোয়েম্বাটোরে আদিযোগী মূর্তির সামনে দাঁড়িয়ে “গো ব্যাক মোদি” পোস্টার ধরে থাকা এক মহিলার একটি ছবি ভাইরাল হচ্ছে। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভাইরাল ছবিটি পুরোনো এবং ডিজিটাল ভাবে পরিবর্তিত।
ভাইরাল হওয়া ছবিতে শ্রীনিবাসন ১০০ কোটি টিকা দেওয়ার জন্য প্রধনমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন। প্ল্যাকার্ডে লেখা ছিল “ইতিহাস তৈরি করেছে ভারত। ১০০ কোটি টিকাদান। ধন্যবাদ, মোদীজি।“
জানুয়ারিতে ইনোকুলেশন ড্রাইভ শুরু করার প্রায় নয় মাস পরে ভারত এক বিলিয়ন কোভিড -19 টিকা দিয়ে মাইলফলক এর মাধ্যমে জমকালো অনুষ্ঠান উদযাপন করেছে।
সুতরাং, এটা পষ্ট যে বিজেপি বিধায়ক বনথী শ্রীনিবাসনের ভাইরাল ছবিটি ডিজিটাল সম্পাদনা করা হয়েছে