Sunday, November 3, 2024
More

    Hrithik Deepika: প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন হৃতিক দীপিকা, কবে মুক্তি পাবে এই ছবি?

    প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন (Hrithik Deepika)। ছবির নাম ফাইটার (Fighter)। ছবির শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বরে। ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন রোমান্স এবং ড্রামা। হৃত্বিক দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে মমতা আনন্দ (Mamta Anand), অঙ্কু পান্ডে (Anku Pande) সহ অন্যান্য অভিনেতা -অভিনেত্রীদের। জানা গিয়েছে, ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবিটি।

    হৃত্বিক রোশন (Hrithik Roshan), এই নামটা শুনলেই দর্শকদের মনে ফুটে ওঠে স্টাইলিশ হ্যান্ডসাম টল একজন অভিজ্ঞ অভিনেতার ছবি। পাশাপাশি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) প্রায় সব ছেলেরই ক্রাশ। এছাড়া বলিউড হোক বা হলিউড দীপিকা পাড়ুকোন একজন জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি অভিনয় দক্ষতার মাধ্যমে নিজের নাম বলিউডের ইতিহাসে ইতিমধ্যেই খোদাই করে রেখেছেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। হৃত্বিকের শেষ ছবি “ওয়ার” (War) দর্শক থেকে সমালোচক সকলেরই ভালো লেগেছিল। এই ছবির পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। এর আগে হৃত্বিক রোশন অভিনীত “ব্যাং ব্যাং” (Bang Bang) ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দকে। ফাইটার ছবির মাধ্যমে তৃতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন হৃত্বিক রোশন এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

    আরও পড়ুন

    এবার হলিউডে পা রাখছেন আলিয়া ভাট, কার সঙ্গে দেখা যাবে আলিয়াকে?

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles