বর্ধমান (Burdwan) শহরে সোনার বিস্কুট উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়াল সোমবার। যদিও পুলিশ পরে জানায়, এই বিস্কুট সোনার মতো দেখতে হলেও সোনা নয়। তবে, গোটা ঘটনাটি তদন্তে করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, এদিন সকালে বর্ধমান পৌরসভার সামনে এক রিক্সাচালক ও এক মহিলার মধ্যে বচসা চলছিল। দেখে এগিয়ে আসেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়র। তাঁকে আসতে দেখে হাতে থাকা রুমালে জরানো পুটলি ফেলে হঠাৎ পালিয়ে যান মহিলা ও রিক্সাচালক। তবে, তাদের ধরা না গেলেও উদ্ধার হয় পুটলিটি। পরে তা খুলতেই দেখা মেলে চকচকে সোনার বিস্কুট। যা দেখেই চমকে ওঠেন ওই সিভিক কর্মী। সঙ্গে সঙ্গেই তিনি উর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ঘটনাটি জানান। ঘটনাস্থানে আসেন ট্র্যাফিক ওসি ও বর্ধমান থানার পুলিশ। বিস্কুটটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান থানায়।
ঘটনায় পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্কুটটি স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হয়েছে। সেটি সোনা নয়। এটি সম্ভবত তামা জাতীয় ধাতু, যাতে সোনার রঙ ধরানো রয়েছে। এই ধরনের বিস্কুট সোনা বলে ব্যবহার করে প্রতারকরা বা কোন অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে। যদিও পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে।
আরও পড়ুন