Gouri Ghosh Passes Away: ফের শোকের ছায়া শিল্পীমহলে। বৃহস্পতিবার সকালে ইহলোক ত্যাগ করলেন বিখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ (Gouri Ghosh)। মৃত্যুকালে তাঁর বয়স আশির উর্দ্ধে ছিল।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভুগছিলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ। গত কয়েকদিন ধরে আরএন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিনকয়েক আগে তাঁর স্ট্রোক হয়েছিল। তারপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। প্রায় সাতদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। বুধবার রাত থেকেই গৌরী ঘোষের অবস্থার অবনতি হওয়া শুরু হয়েছিল। আজ সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্মৃতিচারণ করতে গিয়ে বিখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় (Bratati Bandyopadhyay) জানান, “করোনাকালে গৌরী ঘোষের সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছিল। মাস্ক পরার বিষয়ে বারবার সাবধান করতেন তিনি, স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলতেন। এমনভাবে গৌরী ঘোষ আমাদের ছেড়ে চলে যাবেন, তা কল্পনাও করতে পারছি না।”
উল্লেখ্য গৌরী ঘোষ ও পার্থ ঘোষ আবৃত্তি জগতের এক অন্যতম জুটি। তবে বাস্তব জীবনে তাঁরা স্বামী স্ত্রী। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে, যার নাম অয়ন ঘোষ।
আরও পড়ুন
মৃত্যুর ৪১ বছর পরেও আজও তিনি সকলের প্রিয় মহানায়ক