Happy Birthday Priyanka Chopra: ‘প্রিয়াঙ্কা চোপড়া‘, এই নামটাই যথেষ্ট চেনার জন্য। বলিউডের পাশাপাশি হলিউডেরও অতিপরিচিত নাম প্রিয়াঙ্কা। আজ তাঁর ৩৯তম জন্মদিন। ১৯৮২ সালের ১৮ জুলাই, ঝাড়খণ্ডের (Jharkhand) জামশেদপুরে (Jamshedpur) জন্ম হয়েছিল বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার।
বলিউডে কোনও গড ফাদার ছাড়াই নিজের দক্ষতায় সবটা অর্জন করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু তিনি ছোটোবেলা থেকে অভিনেত্রী বা নায়িকা হওয়ার স্বপ্ন দেখেননি, তাঁর স্বপ্ন ছিল তিনি একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবেন। প্রিয়ঙ্কা চোপড়া ২০০২ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘থামিজান’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন।
নিজের অভিজ্ঞতা থেকে প্রিয়াঙ্কা চোপড়া বুঝেছেন কোনও গড ফাদার ছাড়া বিনোদনের জগতে কাজ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়। তাই যাঁরা কোনও গড ফাদার ছাড়া ইন্ডাস্ট্রিতে নতুন আসেন, তাঁদের কথা ভেবে তিনি তাঁর মা মধু চোপড়ার সঙ্গে ২০১৫ সালে একটি প্রযোজনা সংস্থা খোলেন। এই সংস্থার নাম দেন ‘পার্পল পেবল পিকচার্স’ (Purple Pebble Pictures)। যেখানে নতুন প্রতিভাদের কাজের সুযোগ দেওয়া হয়। এছাড়াও তিনি ‘দ্য প্রিয়াঙ্কা চোপড়া ফাউন্ডেশন ফর হেলথ অ্যান্ড এডুকেশন’ (The Priyanka Chopra Foundation for Health and Education) নামে একটি সংস্থা খোলেন। যার মাধ্যমে শিশুদের অধিকার তথা যাবতীয় সুরক্ষা থেকে বঞ্চিত শিশুদের স্বাস্থ্য এবং পড়াশোনার জন্য কাজ করেন তিনি।
আজ প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে তাঁর বন্ধু ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ একটি সুন্দর ছবি পোস্ট করে প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কার ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, “আপনার ফায়ার এবং ড্রাইভ আমাকে সর্বদা অনুপ্রাণিত করে। জীবনে আরও এগিয়ে যান এবং সর্বদা খুশি থাকুন। শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া।”
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতও প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে নিজের সঙ্গে প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়াঙ্কা, আপনাকে এভাবে এগিয়ে যেতে দেখে আমি গর্ববোধ করি। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা।”
প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। জন্মদিনের আগে তিনি সুইমিং সুটে তাঁর খুব সুন্দর একটি ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
প্রিয়াঙ্কার এই ছবিটি অল্প সময়েই কয়েক মিলিয়ন লাইক পেয়েছে। অনুরাগীরা তাঁর এই ছবিটি খুব পছন্দ করেছেন।
আরও পড়ুন