দীপংকর সাহা
ভারত প্রথমবারের মতো পাকিস্তানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উঠে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) সম্প্রতি নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উপর পারমাণবিক অস্ত্রের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। পৃথিবীর পারমাণবিক দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যাণ্ড, ফ্রান্স, চিন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ভারতের কাছে প্রায় ১৭২ টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০২৩ সালে ভারতের কাছে ১৬৪ টি পারমাণবিক ওয়ারহেড ছিল। এবছরে আটটি ওয়ারহেড বৃদ্ধি পেয়ে ১৭২ টি ওয়ারহেড হয়েছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পাকিস্থানের কাছে প্রায় ১৭০টি ওয়ারহেড রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের পারমাণবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ।
ভারতের এই পারমাণবিক মজুদ বৃদ্ধি মূলত ভারতের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং বহুমুখী পারমাণবিক ক্ষমতার কারণে সম্ভব হয়েছে। MIRV সক্ষমতা সম্পন্ন উন্নত প্রযুক্তির Agni-V ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের পারমানবিক সক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। Agni-V ক্ষেপনাস্ত্র একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ফলে ভারতের সেকেন্ড-স্টাইক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এই ক্ষেপনাস্ত্র। আনুমানিক ১৭২টি পারমাণবিক প্রস্তুত ওয়ারহেড সহ, ভারত এখন বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম পারমাণবিক শক্তিশালী দেশ। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরেই ভারতের অবস্থান। দুই চিরশত্রু প্রতিবেশীর কথা মাথায় রেখে ভারতের পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছিল। একদিকে পাকিস্তান অন্যদিকে চিনা আস্ফালনের সমুচিত জবাব দিতে ভারত সর্বদা প্রস্তুত। ভারতের প্রতিবেশি শত্রুদেশ চিনের পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ ৪৭৬ টি। বিশ্বের সব থেকে বেশি পারমাণবিক ওয়ারহেড আছে রাশিয়ার কাছে। প্রায় ২৬৭০ টির মত পারমানবিক ওয়ারহেড আছে রাশিয়ার কাছে। অপরদিকে আমেরিকার কাছে আছে প্রায় ১৯৩৮ টির মত পারমাণবিক ওয়ারহেড। দুই দশকেরও বেশি সময় ধরে ভারতের কাছে পাকিস্থানের থেকে কম পারমাণবিক ওয়ারহেড ছিল। কিন্তু ভারতের সম্প্রতিক উত্থান ভারতের পারমাণবিক অস্ত্রাগারকে আরো শক্তিশালো আরও উন্নত করে তুলেছে। ফলে ভারতকে পারমাণবিক বোমের ভয় দেখানোর আগে পাকিস্তানকে দুবার ভাবতে হবে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রজুড়ে পারমাণবিক অস্ত্রের বার্ষিক মূল্যায়ন প্রকাশ করেছে: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এসআইপিআরআই-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ভারতের পারমাণবিক অস্ত্রের তালিকায় প্রায় ১৭২ টি সঞ্চিত ওয়ারহেড রয়েছে, যার মধ্যে সামরিক মজুদ রয়েছে। এটি ২০২৩ সালের ১৬৪ ইউনিটের অনুমান থেকে আটটি ওয়ারহেড বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন INDIAN ARMY: সফল DRDO-র অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের পরীক্ষা।