Friday, March 29, 2024

India vs Pakistan: ভারত পাকিস্তানের মহারণে চিন্তায় দুবাইয়ের পিচ

দীপংকর সাহা: আজ ভারত পাকিস্তান (India vs Pakistan) মহারণ। কে বিজয়ী হবে এই মহাসংগ্রামে। খাতা কলমে দেখলে ভারত পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। ভারত বোলিং ব‌্যাটিং সব দিক থেকেই পাকিস্তানকে টেক্কা দিতে সক্ষম। আর টি ২০ রেকর্ডের দিকে দেখলে ভারত পাঁচে পাঁচ। আজ পর্যন্ত পাকিস্তান টি ২০ বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি। প্রস্তুতি ম‌্যাচে অস্ট্রেলিয়া ও ইংল‌্যাণ্ডকে হারিয়ে ভারত এখন ফুটছে। রোহিত শর্মা, কে এল রাহুল রান পেয়েছে প্রস্তুতি ম‌্যাচে। মহম্মদ স্বামী ও বুমরা পাকিস্তানি ব‌্যাটিং লাইনকে ধ্বংস করতে প্রস্তুত। যদিও ম‌্যাচ হবে পাকিস্তানের বোলিং এর সঙ্গে ভারতের ব‌্যাটিং এর। তবে চিন্তার বিষয় হল দুবাইয়ের পিচ।

ভারত পাকিস্তান ম‌্যাচটি হবে দুবাই ইণ্টারন‌্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আগের দিন অর্থাৎ শনিবার এই পিচেই ইংল‌্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম‌্যাচটি সংঘটিত হয়েছে। এই ম‌্যাচে ওয়েস্ট ইণ্ডিস প্রথমে ব‌্যাট করে মাত্র ১৪.২ ওভারে ৫৫ রানে অল আউট হয়ে যায়। ইংল‌্যান্ড চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এখানেই ভাবাচ্ছে ভারতকে। পিচের যদি এই অবস্থা থাকে তাহলে টসে হারা আত্মঘাতী হয়ে যেতে পারে আফ্রিদিদের সামনে। এবার এই স্টেডিয়ামের পরিসংখ‌্যানের দিকে তাকালে দেখা যাবে এই মাঠে মোট ৬২ টি টি-২০ ম‌্যাচ খেলা হয়েছে। যারা প্রথম ব‌্যাট করেছে তারা জিতেছে ৩৪ বার এবং দ্বিতীয় ব‌্যাট করে জিতেছে ২৭ বার। এভারেজ প্রথম ইনিংস স্কোর ১৪৩। এভারেজ সেকেণ্ড ইনিংস স্কোর ১২১।

আরও পড়ুন

দাদার দাদাগিরি এক অন্য মাত্রা যোগ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবমূর্তিতে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles