আজ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমান অধিকার ও ভোট দেওয়ার অধিকারের দাবিতে পশ্চিমী দুনিয়ায় শুরু হয়েছিল আন্দোলন। সেখানেই নিহিত নারী দিবস উদযাপনের ভীত। এই বিশেষ দিনে সকল নারীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বিশ্বের সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীদের অবদান ছাড়া এই সমাজের অগ্ৰগতি সম্ভব হতো না। আমাদের সমাজে নারীরা যাতে নিজেদের অবদান রাখতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টুইট করে দেশের সকল নারীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে নারী শক্তির অবদানকে কুর্নিশ জানান তিনি। তিনি লেখেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীর সম্মান, তাঁদের ক্ষমতায়ন ও সুযোগ বৃদ্ধির দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার (Debasish Kumar)। তিনি ত্রিধারা সম্মিলনী থেকে শুরু করে গড়িয়াহাট পর্যন্ত সাইকেল মিছিল করেন। এই মিছিলে তাঁর সঙ্গে অংশ নেন তাঁর মেয়ে দেবলীনা কুমার।
আরও পড়ুন