IPL 2023: গ্রুপ পর্ব শেষ, প্লে অফ ও ফাইনালের রইল কারা ? ( ipl 2023 highlights)
শর্মিষ্ঠা ঘোষ, বং লাইফ অ্যান্ড মোর; ২০২৩ আইপিএল লিগ ইতিমধ্যে শেষ পর্যায়ে। গতকাল আরসিবিকে হারিয়ে গুজরাট টাইটান্স ৬ উইকেটে জিতেছে ও সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে জিতেছে। আইপিএল টুর্নামেন্ট লিগ শেষ হয়ে এবার শুরু হতে চলেছে, প্লে অফ রাউন্ড। এই রাউন্ডে মোট চারটি দল খেলবে। ৭০ টি ম্যাচ শেষ করে ইতিমধ্যে প্লে অফ রাউন্ডে জায়গা করে নিয়েছে এই ৪টি দল, গুজরাট টাইটান্স, লক্ষ্মৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।(ipl 2023 squad)
পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে গুজরাট টাইটান্স। গতকালের ম্যাচে আরসিবিকে হারিয়ে প্লে অফ রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। পাশাপাশি আরসিবি হেরে যাওয়ার ফলে তাঁরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। তার সঙ্গে প্লে অফের স্বপ্নও অধরা থেকে থেকে গিয়েছে এবারের মতো। গতকালকের ম্যাচে আরসিবির পরাজয়ের ফলে প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন Shabaash Mithu: অবশেষে জুলাই মাসে মুক্তি পাচ্ছে মিতালি রাজের বায়োপিক শাবাশ মিঠু
আইপিএলের লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ পর্যায় রয়েছে গুজরাট টাইটান্স। তারা ১৪টি ম্যাচের মধ্যে ১০ ম্যাচ জিতেছে। তাই গুজরাট টাইটান্স ২০ পয়েন্টের অধিকারী। এরপর চেন্নাই সুপার কিংস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস আটটি করে ম্যাচ জিতেছে। তাই তাদের ঝুলিতে রয়েছে ১৭ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস যেহেতু লক্ষ্মৌ সুপার জায়ান্টস থেকে স্কোর বেশি তাই চেন্নাই সুপার কিংস দ্বিতীয় পর্যায়ে রয়েছে। লক্ষ্মৌ সুপার জায়ান্টস রয়েছে তৃতীয় পর্যায়ে। মুম্বাই ইন্ডিয়ান্স ৮ টি ম্যাচ জয়লাভ করায় তারা ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাই তারা চতুর্থ পর্যায়ে রয়েছে।(ipl 2023 playoffs qualified teams)

এরপর প্লে অফ রাউন্ডে যে চারটি দল জায়গা করে নিয়েছে তাঁদের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সবার আগে খেলতে নামবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি আয়োজিত হবে চেন্নাই হোম গ্রাউন্ডে। এরপরের ম্যাচটি হবে এলিমিনেটর ম্যাচ। যেটি লক্ষ্মৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। এটি আয়োজিত হবে চেন্নাইয়ে। যে দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে সেই দল দ্বিতীয় পর্যায়ে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। এরপর যে টিম জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে উত্তীর্ণ হওয়ার টিমের সঙ্গে ফাইনালে খেলবে।
সবশেষে বলা যায়, আইপিএল লীগের শেষ পর্বে দর্শকের মনে রয়েছে এক টানটান উত্তেজনা। তারা দেখতে চায় কোন টিমের হাতে উঠবে ২০২৩ এ আইপিএল ট্রফি । স্বীকার করতেই হয় যে এক আনন্দঘন মুহূর্তে সাক্ষী হতে চলেছে “২০২৩-এ আইপিএল”।
আইপিএল-২০২৩ এর প্লে অফ এবং ফাইনালের সূচি
১) ২৩ মে – কোয়ালিফায়ার ১ (ipl 2023 qualifiers)
(গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস),
ভেনু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২) ২৪ মে – এলিমিনেটর
(লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স)
ভেনু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৩) ২৬ মে – কোয়ালিফায়ার ২ (ipl 2023 qualifiers)
(এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল)
ভেনু – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমেদাবাদ (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৪) ২৮ মে – ফাইনাল(ipl 2023 final match)
(কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল)
ভেনু – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমেদাবাদ (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)
watch Live cricket free, Watch Live Cricket Streaming, Live cricket free app apk