Iran attacks Pakistan's Balochistan
পাকিস্তানে ইরানের মিসাইল হামলা

এবার পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক ইরানের

পাকিস্তানের উপর এবার ইরানের এয়ার স্ট্রাইক। মিসাইলের আঘাতে প্রাণ গিয়েছে ২ শিশুর আহত আরও তিন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অন্যতম সন্ত্রাসবাদী সংগঠন ‘জইশ আল-আদল’ ইরান পাকিস্তান সীমান্ত এলাকায় ইরানের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করে এবং তারা নিহত হয়। এই হামলার জবাব দিতে এবার ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক চালায়। প্রধানত এই হামলায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তাদের প্রধান উদ্দেশ ছিল জইশ আল-আদল সন্ত্রাসবাদী সংগঠনের ঘাঁটি গুলি শেষ করার। এ বিষয় পাকিস্তানের বিদেশ মন্ত্রক তরফে প্রথমে কোনো বিবৃতি না দিলে ও পরে তারা ঘোষণা করেন, প্রধানত এই হামলায় প্রাণ গিয়েছে দুই শিশুর আহত আরও তিন। পাকিস্তানের সীমানা লঙ্ঘন করে আকাশসীমায় এই হামলার চরম প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ইরানের উপর চরম হুঁশিয়ারি রাঙিয়েছে পাকিস্তান এরপর তার আর চুপ থাকবে না সূত্রের দাবি।

LINK:

ভিডিও সৌজন্যে : হিন্দুস্থান টাইমস

ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে তাদের সীমান্তের ২ রক্ষী সহ আরও কয়েকটি পুলিশ ঘাঁটির উপর জইশ আল-আদল আঘাত করে এর জবাবে তারা মঙ্গলবার তাদের এই এয়ার স্ট্রাইক। রয়টার্স সূত্রে খবর বালুচিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ইরান সিরিয়া ও ইরাক সীমান্তে ইরান বিরোধী জঙ্গী সংগঠন গুলি মাথাচারা এর খবরে সেখানে মিসাইল হামলা হয়। পরবর্তীতে পাকিস্তানের বেলুচি সংগঠনের নাশকতার জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।