Lata Mangeshkar-Sandhya Mukhopadhyay: রবিবার সকালে ৯২ বছর বয়সী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আমাদের ছেড়ে পরলোক গমন করেন। তিনি বিগত ২৮ দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ডাঃ প্রতীত সামদানির অধীনে ভর্তি ছিলেন। দেশজুড়ে সকলের প্রার্থনা ব্যর্থ করে এদিন এই দুনিয়াকে বিদায় জানান তিনি।
সুর সম্রাজ্ঞী লতাজির মৃত্যুর সংবাদ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে জানানো হয়নি বলে জানা গেছে। ৯০ বছর বয়সী এই শিল্পী এখনও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। লতাজি যেমন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঠিক তেমনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ও। পাঁচের দশক থেকে তাঁদের পরিচয়। তাঁরা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু। অনেক গানেই তাঁরা একসঙ্গে কন্ঠ দিয়েছেন।
সন্ধ্যা মুখোপাধ্যায় এখন বিপদমুক্ত আছেন কিনা সেই বিষয়ে চিকিৎসকরা সঠিক ভাবে কিছু বলেননি। শারীরিক ভাবে অনেক জটিলতা মধ্যে তিনি আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর সন্ধ্যা মুখোপাধ্যায়কে জানানো উচিত নয় বলেই জানানো হয় মেডিকেল বোর্ডের তরফ থেকে।
আরও পড়ুন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিশিষ্ট সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়