Friday, April 26, 2024

Lata Mangeshkar: করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) ভর্তি আছেন তিনি। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে কিংবদন্তি শিল্পীর। আপাতত জানা গেছে তিনি স্থিতিশীল। মৃদু উপসর্গ আছে লতা মঙ্গেশকরের। তবে এই বয়সে করোনা আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাননি। সাবধানতা অবলম্বন করার জন্য তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে বলে জানা গেছে।

গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন লতা মঙ্গেশকর। বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি রয়েছেন তিনি। খুব একটা বাড়ির বাইরে বেরোনো হয় না তাঁর। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই টুইট করতে দেখা যায় লতা মঙ্গেশকরকে। অনুমান করা হচ্ছে, তাঁর কোনও ঘনিষ্ঠ ব্যক্তি অথবা কোনও পরিচারিকার সংস্পর্শে আসার কারণে সংক্রমিত হয়েছেন তিনি।

আরও পড়ুন
করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, কী বলা হয়েছে জেনে নিন… 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles