LPG Price: ফেব্রুয়ারির প্রথম দিনেই দাম কমানো হল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের। দিল্লিতে বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমেছে। দাম কমার ফলে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৯০৭ টাকা। তবে সাধারণ ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত রাখল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। অর্থাৎ দিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম এখনও ৮৯৯.৫ টাকা রয়েছে।
এবার দেখে নেওয়া যাক বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত হল? কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৯ টাকা কমে হল ১৯৮৭ টাকা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমে হল ১৯০৭ টাকা। মুম্বইতে বাণিজ্যিক গ্যাস আগে ছিল ১৯৪৮.৫ টাকা, যা কমে হল ১৮৫৭ টাকা এবং চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫০.৫ টাকা কমে হল ২০৮০.৫ টাকা।
এছাড়া আপনার শহরে গ্যাস সিলিন্ডারের নতুন দাম কত হয়েছে জানতে হলে সরকারি তেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice) -এ দেখতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর রাজ্য, জেলা এবং সাপ্লায়ার সংস্থা নির্বাচন করে সার্চে ক্লিক করলেই চলে আসবে গ্যাস সিলিন্ডারের দাম।
আরও পড়ুন