মধ্যপ্রদেশে চলা ‘করোনা কারফিউ’ ১ জুন থেকে আনলক-এর অনুমোদন দিল মধ্যপ্রদেশ সরকার, তবে উইকএন্ডে রাজ্য জুড়ে লকডাউন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, কোভিড -১৯ পজিটিভের হার পাঁচ শতাংশের উপরে এবং পাঁচ শতাংশের নিচে থাকা জায়গাগুলির জন্য আলাদা আনলকিং গাইডলাইন থাকবে।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহের শনিবার সকাল ১০ টা থেকে সোমবার সকাল ৬ টা অবধি উইকএন্ড কারফিউ অব্যাহত থাকবে।
এই নির্দেশিকা অনুযায়ী স্থানীয় কোভিড-১৯-এর পরিস্থিতির ভিত্তিতে জেলা, ওয়ার্ড, ব্লক এবং গ্রাম পর্যায়ে সংকট পরিচালনা কমিটিগুলি আগামী ১ জুন থেকে নিজ নিজ অঞ্চলে আনলক প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন, বলে জানান শিবরাজ সিং চৌহান।
তিনি জানান, মধ্য প্রদেশে ‘করোনা কারফিউ’ আনলক-এর পর এইসব বিধিনিষেধ জারি থাকবে-
– সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, মেলা এবং বিনোদনমূলক কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।
– স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, শপিংমল, থিয়েটার, অডিটোরিয়াম এবং পিকনিক স্পট বন্ধ থাকবে।
– একটি বিয়েতে অংশ নেওয়া লোকের সংখ্যা প্রতিটি পক্ষ থেকে ১০ জন করে অর্থাৎ মোট ২০ জনের বেশি অংশ নিতে পারবে না। পাশাপাশি অতিথিদের তালিকা আগেই স্থানীয় প্রশাসনের কাছে জমা করা, বাধ্যতামূলক করা হয়েছে।
– একটি শেষকৃত্যে সর্বাধিক ১০ জন লোক অংশ নিতে পারবে।
– রাজ্যের ধর্মীয় স্থানে চারজনের বেশি মানুষকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।