টানা বৃষ্টিতে জলে থৈ থৈ হয়ে যায় রাস্তা। রাতে স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার সময় দেখতে পান, এই জলেই ঘোরাফেরা করছে এক ঝাক কই মাছ। যা দেখে লোভ সামলাতে পারেননি যুবক। জলে নেমে ধরেও ফেলেন কয়েকটি কই। কিন্তু সেই কই মাছই যে তাঁর জীবনের কাল হবে তা একবারও হয়ত কল্পনাও করতে পারেননি তিনি। জানা গিয়েছে, গলায় জ্যান্ত কই
মাছ আটকে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামালপুরে। মৃতের নাম সাগর রায় (৩৫)। মৃতের বাড়ি জামালপুরের তেলে গ্রামে।
তাঁর পরিবার জানিয়েছে, তেলে গ্রামেই স্ত্রীকে নিয়ে থাকতেন সাগর। বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টা নাগাদ ট্রেন থেকে নামার পর দু’জনে হেঁটে বাড়ি ফিরছিলেন। চারদিক জলমগ্ন। তখনই নাকি স্বামী-স্ত্রীর নজরে আসে জমা জলে ঘুরছে কই মাছ।
সাগরের এক আত্মীয়ের কথায়, সাগর নাকি প্রথমেই দু’টি কই মাছ ধরেন। পরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পেয়ে তাও ধরতে যান। একটি মাছ নাকি মুখে ধরে আরেকটা তুলতে যাচ্ছিলেন। সেই সময়ই নাকি মুখের ভিতর মাছটা চলে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বলে জানিয়েছে পরিবার। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।