এবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy Wedding)। দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরাজ নামবিয়ার (Suraj Nambiar) সঙ্গে বিয়ে সারলেন তিনি। অনেকদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে মৌনি রায় (Mouni Roy) বিয়ে করবেন। অবশেষে ২৭ শে জানুয়ারি সকালেই গাঁটছড়া বাঁধলেন মৌনী রায় ও সুরাজ নামবিয়ার।

বুধবার থেকে শুরু হয় মৌনী রায়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। গায়ক মনমীত সিং (Manmeet Singh) প্রথম বিয়ের ছবি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতে তাঁদের বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পরে নেটপাড়ার সকলে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই শুভেচ্ছা জানান এই নতুন দম্পতিকে।

বিয়েতে লাল ও সোনালি পাড়ের একটি সাদা কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন মৌনি রায়। ক্রিম কালারের পাঞ্জাবির সাথে সাদা ধুতি পরেছিলেন সুরজ। বাঙালি কন্যা মৌনীকে দেখা গেল দক্ষিণী সাজে। বুধবার হয়েছিল তাঁদের হলদি এবং মেহেন্দির অনুষ্ঠান। সূত্রের খবর শুধু মালায়ালি মতে নয়, বাঙালি মতেও বিয়ে হওয়ার কথা আছে তাঁদের। যদিও সেটা হবে সন্ধ্যা লগ্নে।

বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে গোয়াতে। বিয়েতে উপস্থিত আছেন মন্দিরা বেদি, আশকা গোরাদিয়া এবং অর্জুন বিজলানি। আগে শোনা গিয়েছিল মৌনি রায়ের বিয়ে হবে দুবাইতে। যদিও পরে সেটা পরিবর্তন করা হয়।করোনাবিধি মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। জানা গিয়েছে বিয়ে বাড়িতে উপস্থিত সবাইকে বিয়ের অনুষ্ঠানে যুক্ত হওয়ার আগে আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করাতে হয়েছে।
আরও পড়ুন