বুধবার রাত থেকে অসুস্থ সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। আজ সকালে গুরুতর অবস্থার কারণে লেক গার্ডেন্সর বাড়ি থেকে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর কন্যাকে ফোন করে শিল্পীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, শিল্পীর দুটি ফুসফুসে সংক্রমণ রয়েছে। এছাড়া গতকাল রাতে জ্বর হয় তাঁর। তাই রাতে কিছুই খেতে পারেন নি তিনি। আজ সকালে জ্বর বাড়ার কারণে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিল্পীকে। অ্যাম্বলেন্সের মধ্যেই উপস্থিত ছিল মেডিক্যাল টিম। শিল্পীর চিকিৎসার জন্য একটি দল গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৯০ বছরের সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার ওপরে কয়েকদিন আগে বাথরুমে পড়ে যাওয়ার পর থেকে তাঁর শারিরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
আরও পড়ুন
খোলা বাজারে কোভিশিল্ড-কোভ্যাক্সিন, জেনে নিন কোন টিকার কত দাম