ভোটের আগে আজ উত্তাল হতে পারে বাজেট(Budget) অধিবেশন। ভোট সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে ভারত-চীন সীমান্ত সমস্যা ঘিরে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন।
গত দুটি অধিবেশনেও উত্তাল হয়েছিল সংসদ। এবার যাতে একই ভুল না হয় তা নিয়ে আগেভাগে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে দুটি অধিবেশনেও বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক করে জানিয়ে দিলেন “ভোট প্রভাব ফেলবে অধিবেশনে কিন্তু মনে রাখবেন নির্বাচন আসবে যাবে বাজেট সারাবছরের দেশে আর্থিক আয়-ব্যয়ের খতিয়ান এই অধিবেশনের সাফল্য উপর দেশের আর্থিক অগ্রগতি নির্ভর করে থাকে”।
সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে এই অধিবেশন শুরু হচ্ছে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার বাজেট(Budget) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের একত্রে আসার আহ্বান জানালেন। তিনি জানিয়েছেন ‘আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি তৈরিতে প্রভাব ফেলবে এই অধিবেশন।এই অধিবেশনের আলোচনা এবং পাল্টা আলোচনা খোলা মনের হবে। আমি আশা করছি সমস্ত দলের সাংসদেরা খোলা মনে আলোচনা করবেন এবং দেশের অগ্রগতির জন্য চেষ্টা করবেন।’
সূত্রের খবর বাজেট পেশের আগের সোমবারে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। সেই সমীক্ষাতে দেশের অর্থনীতির হাল খতিয়ে দেখে আগামী আর্থিক বছরের জন্য কি করা হবে তার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও দেশের জিডিপি আগামী বছর কত বৃদ্ধি পাবে সেই অনুমানের আভাসও দেওয়া হয়। সূত্রের খবর, পেগাসিস ইস্যু নিয়েও এবার সংসদ উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন Burdwan: বর্ধমান হাসপাতালে অগ্নিকাণ্ড, পেগাসাস, পৌরনির্বাচন সহ একাধিক ইস্যুতে জবাব দিলেন দিলীপ ঘোষ