মৌ রায়, বর্ধমান: ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। আজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ভোটার দিবস (National Voters Day) পালিত হল বর্ধমানে (Burdwan)। বর্ধমান উন্নয়ন সংস্থার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অন্যান্য আধিকারিকরা। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেওয়া হয়। তাদের হাতে গোলাপ ফুল ও ভোটার কার্ড তুলে দেওয়া হয়।
ভোটার তালিকা ২০২২অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার বর্তমান ভোটার সংখ্যা ৪০,৮৪,০০৩। এরমধ্যে মহিলা ভোটার ২০,১৬,৮৮৮ এবং পুরুষ ভোটার ২০,৬৭,০২৬। তৃতীয় লিঙ্গ ৮৯, সার্ভিস ভোটার ৩,৮৬৩ এবং ১৮-১৯ বছরের নতুন ভোটার ১,০৭,৩১১। বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী ২০২২ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় মোট ৯৪,৭৯৯ সংখ্যক ভোটারের নাম নথিভূক্ত করা হয়েছে এবং মোট ৫৩,০৬১ সংখ্যক ভোটারের তথ্যাবলী সংশোধন করা হয়েছে। মৃত এবং স্থানান্তরিত ৪২,২৪১ সংখ্যক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক। আগামী দিনে সমস্ত নাগরিক ও নতুন ভোটাররা যাতে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে নজর রাখবে পূর্ব বর্ধমান জেলার নির্বাচন দপ্তর বলে জানান উপস্থিত ব্যক্তিত্বরা।
আরও পড়ুন
বেলুড়মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মতিথি, অনলাইনে দেখুন অনুষ্ঠান