Friday, April 19, 2024

Neeraj Chopra: ফের নজির গড়লেন নীরজ চোপড়া

শর্মিষ্ঠা ঘোষ, বং Life & More: ফের মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো জ্যাভলিন প্রর্দশনী নীরজ চোপড়ার (Neeraj Chopra)। জ্যাভলিনের (Javelin Throw) তালিকার শীর্ষস্থান অধিকার করে আবারও প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিলেন তিনি।

টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে (Olympic champion) শীর্ষস্থানে নিয়ে যেতে সাহায্য করেছে দোহা ডায়মন্ড লীগ (Doha Diamond League)। সেখানে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জয় করেন তিনি। গত বছর দোহায় ৯৩ মিটার জ্যাভলিন ছুড়েছেন পিটার্স (Anderson Peters)। কিন্তু এ বছরে ৮৫.৮৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। যার ফলে পিটার্সকে টোপকে সোনা জয় করে এক নম্বরে উঠে আসেন নীরজ। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৫৫ পয়েন্ট।

২০২১ সালে টোকিও অলিম্পিকে (Olympic Games Tokyo) স্বর্ণপদক জয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িতে পা রাখেন নীরজ। এরপর আসে একের পর এক সাফল্য। অ্যাথিলিটিক্স অলিম্পিকের সোনা জয়ের ফলে তিনি ভারতীয় অ্যাথলিট হয়েছেন। এরপর তাঁর ৮৭.৫৮ মিটারের অসাধারণ থ্রো, যা ভারতীয় ক্রীড়া ইতিহাসে তাঁকে অবিস্মরণীয় করে রাখবে।

নীরজের পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে যে , শুধুমাত্র অলিম্পিকে সোনা জিতে তিনি সন্তুষ্ট নন। তাঁকে আরও অনেক পরিশ্রম করে ক্রমাগত এগিয়ে যেতে হবে। সম্প্রতি তিনি জানিয়েছেন, “আমি ভাগ্যবান । মানুষ আমার প্রতি বিশ্বাস রেখেছে।” এছাড়াও তিনি বলেন , “পরবর্তীতে ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছোড়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি।”

২০২৪ এর অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে (Paris 2024 Summer Olympics)। দেশের হয়ে পদক নিয়ে আসার লক্ষ্য নিয়ে নিজেকে তৈরি করছেন নীরজ। তাঁর জন্য জোরকদমে চলছে প্রস্তুতি।

অসামান্য কীর্তির আধিকারী নীরজ। এই একের পর এক জয় শুধু তাঁর একার না, এই জয় সমগ্র ভারতবাসীর। যা পরবর্তী প্রজন্মকে জ্যাভলিনের প্রতি উৎসাহিত করবে।

 

আরও পড়ুনঃ

IPL2023: মাধবওয়ালের অবিশ্বাস্য বোলিংয়ে স্বপ্নভঙ্গ লখনউ সুপার জায়ান্টসের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles