শুক্রবার সকালে নিউটাউনের রামকৃষ্ণ সেবা মিশন (Ramkrishna Seva Mission) থেকে উদ্ধার হল এক রাঁধুনীর মৃত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে। মৃত রাঁধুনীর নাম রোহিত হালদার এবং তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে মিশনের এক মহারাজকে স্থানীয়রা মারধর করেছে এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। স্থানীয়দের অভিযোগ মিশনের ওই মহারাজের অত্যাচারের ফলেই আত্মহত্যা করেছে রাঁধুনী রোহিত হালদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাঁধুনীকে ডাকতে আসে স্থানীয়রা। কিন্তু অনেকবার ডাকার পরেও যখন কোনও সাড়া পাওয়া যায়নি তখন দরজা ভাঙে তারা। দরজা ভাঙার পর দেখতে পাওয়া যায় রোহিতের ঝুলন্ত মৃত দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কথা অনুযায়ী সুইসাইড নোট থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহারাজ ও তার সহকর্মীরা অত্যাচার চালাচ্ছিল রোহিতের উপর। পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার বা আটক করা হয়নি বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন
পার্কে সঙ্গীর মাথায় পিস্তল ঠেকিয়ে কিশোর, সিসি ক্যামেরায় ঘটনা দেখে পৌঁছাল পুলিশ