বুধবার বর্ধমান (Burdwan) জুওলজিক্যাল পার্ক থেকে দত্তক নেওয়া হল ৪ টি পাখি। তাদের মধ্যে ছিল ২ টি ময়ূর, ১টি এমু ও ১টি প্যারাকিট। ৪ চারজন পশুপ্রেমী এদিন ওই চারটি পাখির সমস্ত রকমের দায়িত্ব নেন। চারজনের মধ্যে, তিনজন বর্ধমানের বাসিন্দা ও একজন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা প্রত্যকেই পাখিগুলির দায়িত্ব নেওয়ার জন্য বর্ধমান জুয়োলজিক্যাল পার্কে আবেদন করেছিলেন। তারপরেই এদিন তাঁদের স্বীকৃতি দেওয়া হয়। পার্ক কর্তৃপক্ষের তাঁদের শংসাপত্র তুলে দেন।
দত্তক নেওয়া চারজনের মধ্যে অর্নব দাস জানান, তিনি ছোট থেকেই পশু-পাখিদের নিয়ে কাজ করছেন। পশু-পাখিদের নিয়ে থাকতেও ভালোবাসেন। তাই তিনি একটি ময়ূর দত্তক নিয়েছেন এক বছরের জন্য। এই এক বছরের জন্য এই পাখিটির খাওয়া ও রক্ষনাবেক্ষনের যাবতীয় দায়িত্ব তার। এই দায়িত্ব নিতে পেরে বেশ আনন্দিত তিনি।কলকাতার এক বাসিন্দা জানান, তিনি তার সন্তান এর পছন্দ মত এই পাখিটির দায়ীত্ব নেন। এছাড়া তিনি বলেন, তার পুত্রের জীববৈচত্র্যের প্রতি একটা আগ্রহ রয়েছে। এইকারণেই এই পাখিটির দায়িত্ব নেন তিনি। এর আগেও তারা এখানে বেড়াতে এসেছিলেন তখনই ঠিক করেন এই দত্তক নেওয়ার বিষয়টি।
আরও পড়ুন