মহিলাদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম (Bhuvan Bam)। তাঁর চ্যানেলে গাড়ি সংক্রান্ত একটি ভিডিও বানানোর সময় মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ভুবন। এরপরেই রাগ প্রকাশ করে নেটিজেনদের একাংশ। রাগ প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)-এর সদস্যরাও। ভুবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে আর্জি জানানো হয় দিল্লি পুলিশকে। এরপর ট্যুইট করে নেটিজেন এবং জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চান ভুবন।
ভুবন ট্যুইটে লেখেন, ‘আমি জানি আমার ভিডিওর একটি অংশ অনেক মানুষকে আঘাত করেছে। ভিডিওর সেই অংশটি এডিট করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা আমাকে চেনেন তাঁরা আশা করি জানেন যে নারীদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। কাউকে আঘাত করে ভিডিও বানানোর কোনও উদ্দেশ্য ছিল না আমার। না বুঝে আমি যাঁদের আঘাত করে ফেলেছি তাঁদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
আরও পড়ুন
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে, ভাড়া বাড়াল Uber