Wednesday, April 24, 2024

Russia-Ukraine War: ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষা ও দেশে ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রক সহ একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে এদিন জরুরি বৈঠক করেন তিনি। ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। সূত্রের খবর অনুযায়ী, এদিনের বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন যে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের ভারতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাদের দেশে ফেরানোর জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত রাশিয়ার থেকে আক্রমন করার পর ইউক্রেনে আটকে পড়েছে হাজার হাজার ভারতীয় নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সেখান থেকে সরিয়ে আনার কাজ চলছে। ৯০০ জনেরও বেশি সংখ্যক মানুষকে শনিবার দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানের জন্য আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles