স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারেন না। তাই নাকে অক্সিজেনের নল। চোখে মুখে ভারী অসুস্থতার ছাপ। এই অবস্থাতেই চড়া গরমে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত রিকশা টানছেন এক ব্যক্তি। গত ২ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজশাহী শহরের রিক্সাচালক সেন্টুরবাবুর এমনই ছবি। যাতেই শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে।
বাংলাদেশের রাজশাহী নগরের কলাবাগান এলাকার বাসিন্দা সেন্টু বাবু। শরীর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। ফুসফুসে জটিল সমস্যা। তাই নাকে সর্বক্ষণ থাকে অক্সিজেনের নল। কিন্তু তা নিয়ে বসে থাকলে তো চলবে না দিন আনা দিন খাওয়া লোকের। তাই নাকে অক্সিজেনের নল নিয়েই নেমে পড়েছেন রিক্সা টানতে।
মাইনুজ্জামান সেন্টুর বাবুর এমন লড়াই জল এনেছে সকলের চোখে।
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান দপ্তরের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, তাঁরা যথাসম্ভব সাহায্য করবেন সেন্টুকে বাবুকে । আপাতত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসের সমস্যার চিকিত্সার জন্য ভর্তি রয়েছেন সেন্টুবাবু।
তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। অনেকেই তার সঙ্গে কথোপকথনের ভিডিয়ো ফেসবুকে শেয়ার করেছেন। যার মধ্যে ভাইরাল হয়েছে একাধিক ভিডিওও। সেখানেই সেন্টু বাবুকে বলতে শোনা যায় আমার অভাবের সংসার তাই রিক্সা চালিয়ে সংসার চালাতে হয়। এবং শ্বাসকষ্টের সমস্যা আছে বুকে খুব ব্যথা হয়। যার কারণে রিকশাতেই অক্সিজেন মেশিন বসাতে হয়েছে এবং ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে কিছু ওষুধ খেয়েছি এবং টাকার অভাবে কিছু ওষুধ কিনতে পারিনি ও একটি মেশিন ডাক্তার উল্লেখ করেছেন যেই মেশিনটির দাম ৫০ থেকে ৫৫ হাজার টাকা। যা আমার পক্ষে কেনা সম্ভব নয়।