অন্ধ্রপ্রদেশের কুর্নুর ও নেল্লোর জেলা হাসপাতালে দুটি অক্সিজেন প্লান্ট বসাবেন বলে জানিয়েছেন সনু সুদ।
গত বছর করোনার প্রথম ঢেউয়ে লকডাউন থেকে নিজের ব্যক্তিগত উদ্যোগে সারা দেশে বিপদে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ‘মাসিহা’ হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সনু সুদ। যা নিয়ে সারা দেশে এক নজির সৃষ্টি করেছেন এই মধ্য বয়সি অভিনেতা। তারপর থেকে আর থেমে না থেকে একের পর এক কাজের মাধ্যমে জনসেবা করে গিয়েছেন। তার মধ্যেই বছর ঘুরতে না ঘুরতেই হাজির করোনার দ্বিতীয় ঢেউ। কার্যত দেশের ও কয়েকটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা দেখা দিতে থাকে। একেরপর এক হাসপাতালে অক্সিজেনের আকাল দেখা যায়। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন ও করোনা চিকিৎসার নানা প্রয়োজনীয় ‘লিড’ চাইতে থাকেন। কেন্দ্র ও রাজ্যগুলিও অক্সিজেনের জোগান দিতে তৎপর হয়। এই অবস্থায় সনু কথা দেন খুব শিঘ্রই করোনা চিকিৎসার জন্য অক্সিজেন তৈরির জন্য প্লান্ট বসানোর কাজ শুরু করবেন। ঠিক যেমন কথা, তেমনি কাজ। এবার দেশের দু’টি স্থানে নিজের উদ্যোগে অক্সিজেন প্লান্ট তৈরি করতে চলেছেন এই বাস্তবের হিরো।
শনিবারই তিনি তাঁর টুইট্যার হ্যান্ডেলে জানিয়েছেন, সনু ও তাঁর টিম ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কুর্নুর ও নেল্লোর জেলা হাসপাতালে দুটি অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছেন। জুন মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, এই সময় তিনি গ্রামীণ ভারতের পাশে দাঁড়াবেন। এভাবেই একের পর রাজ্যে প্রয়োজন অনুযায়ী আরও প্লান্ট বসাবেন।
সম্প্রতি, সনু ও তাঁর টিম ব্যাঙ্গালুরু হাসপাতালে প্রায় ২২ জন করোনা আক্রান্তের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেন। ‘সনু সুদ চ্যরিটি ফাউন্ডেশন কর্ণাটকের’ কাছে পুলিশ সুত্রে ফোন আসে এআরএকে হাসপাতালে জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন। সঙ্গেসঙ্গেই তাঁরা ১৬টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে রোগীদের প্রাণ বাঁচান।
জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন নিতে আগ্রহ সৃষ্টি করাতে নিজেই ভ্যাকসিন নিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই অবস্থায় উচ্চ থেকে নিম্নবিত্ত সকলেই ভরসা হয়ে উঠেছেন সনু।