রাজ্যের ১০৮টি পুরসভা ভোটের (Municipal Election) ফল প্রকাশের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার তরফে জানানো হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যে যে ১০৮টি পুরসভার ভোট হবে তার গণনা হবে ২ ফেব্রুয়ারিতে।
কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের ৪ পুরনিগমের ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়ে ফল প্রকাশিতও হয়ে গিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম পুরসভায় ভোট গ্রহণ চলবে।১২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা দেওয়া হলেও কবে ফল প্রকাশ হবে তা এতদিন অজানাই ছিল। মনোনয়ন জমা করার পাশাপাশি তাদের মধ্যে অনেকেই মনোনয়ন প্রত্যাহারও করেছেন। বুধবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় আগামী ২ মার্চ হবে ভোটগণনা। জানা গেছে, প্রতিটি রিটার্নিং অফিসারকে ইভিএমগুলি রাখার জন্য স্ট্রং রুমের ব্যবস্থা করতে বলা হয়েছে। এবার দেখার বিষয় রাজ্যের ১০৮ টি পুরসভার ভোটের ফল কোন দিকে এগোয়? জানা যাবে ২ মার্চে।
আরও পড়ুন
জুওলজিক্যাল পার্ক থেকে দত্তক নেওয়া হল ময়ূর, এমু ও প্যারাকিট পাখি