পরিযায়ী শ্রমিকদের দুর্দশার বিষয়টি পর্যালোচনা করে সোমবার একটি নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। এই নির্দেশিকায় বলা হয়, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণের প্রক্রিয়াটি ভীষণ ধীর গতিতে হচ্ছে। এই প্রক্রিয়াটি দ্রুত সম্ভব করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্র এবং রাজ্যগুলিকে।
তবে বিচারপতি অশোক ভূষণ এবং এম আর শাহ বলেন, এটি একটি নীতিগত সিদ্ধান্ত, তাই নগদ টাকা স্থানান্তরের নির্দেশ দেওয়া হবে না।
সুপ্রিম কোর্ট জানায়, “কেন্দ্র ও রাজ্যগুলিকে পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত খাতে যারা কাজ করে তাদের নিবন্ধীকরণ দ্রুত করতে হবে। নিবন্ধনের জন্য কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের সরকারের কাছে যেতে হবে তা নয়, নিবন্ধিত করার জন্য সরকারকেও অবশ্যই তাদের কাছে যেতে হবে।”
শীর্ষ আদালত জানায়, যারা মহামারি চলাকালীন কর্মসংস্থান হারিয়েছে তারা নিবন্ধভুক্ত হলেই, সরকার তাদের সুবিধাগুলি বাড়িয়ে দিতে পারে।
গত বছর বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিশান কৌল এবং এম আর শাহের একটি বেঞ্চ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের রাজ্যে পৌঁছে যাওয়া পরিযায়ী শ্রমিকদের একটি তালিকা প্রস্তুত করতে এবং লকডাউন হওয়ার আগে তারা যে কাজের সঙ্গে নিযুক্ত ছিল সে সম্পর্কে উল্লেখ করার নির্দেশ দিয়েছিল।
পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যগুলিকে বলেছিল লকডাউনের পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। সর্বোপরি, পরিযায়ী শ্রমিকদের জন্য যেসব প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের বিবরণ দিতে বলা হয়েছিল কেন্দ্র এবং রাজ্য সরকারকে।