সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের অভিযোগ বৃহস্পতিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে ১৯৬২-র নির্দেশনামার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানায়, ১৯৬২-র নির্দেশ প্রতিটি সাংবাদিকদের এই ধরনের অভিযোগ থেকে রক্ষা করে।
গত বছর দিল্লির দাঙ্গার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেন হিমাচল প্রদেশের এক বিজেপি নেতা। তার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা, জনগণকে উসকানি দেওয়া এবং ভাবমূর্তি নষ্ট করে এমন খবর সম্প্রচার করার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া। এই বিষয়ে বিচারপতি বলেন, প্রতিটি সাংবাদিক ১৯৬২-র নির্দেশনামার ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে সুরক্ষা পাবে।
১৯৬২ সালের সু্প্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, সাংবাদিকরা আইনিভাবে সরকারের বিরোধিতা করলে সেটা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচনা করা হবে না। সম্প্রতি দুটি চ্যানেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল অন্ধ্রপ্রদেশ সরকার। তার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হয়েছিল। করোনা মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকার ব্যর্থ এমন খবর সম্প্রচার করেছিল ওই দুটি চ্যানেল। এই ব্যাপারে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করায় সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছিল অন্ধ্রপ্রদেশ সরকারকে।