আপনিও কি বাইরে বেড়িয়ে খুচরো সিগারেট কেনেন? তবে আপনার সুখটানে এবার লাগাম লাগাতে চলেছে সরকার। তামাকজাত দ্রব্য সেবনে লাগাম টানতে, এবার খুচরো সিগারেট বিক্রি বন্ধ করার পদক্ষেপ নিতে চলেছে সরকার।
তামাকজাতদ্রব্য সেবন বন্ধের ক্ষেত্রে অনেক আগে থেকেই সক্রিয় হয়েছিলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখন আরও নতুন পদক্ষেপ। বন্ধ হবে খুচরা সিগারেট বিক্রি। তাদের মন্তব্য , বাজারের খুচরো সিগারেট বিক্রি তামাক জাতীয় দ্রব্য সেবন বন্ধের ক্ষেত্রে এক বড় প্রতিবন্ধকতা। তাই খুচরো সিগারেট বিক্রি বন্ধের সুপারিশ করেছে সংসদের স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটির রিপোর্ট অনুযায়ী, জিএসটি লাগু করার পরেও তামাকজাত দ্রব্যের উপর কর বাড়ানো হয়নি। এর সাথে কমিটির আই এ আর সি (IARC) রিপোর্টে অ্যালকোহল ও তামাক সেবন যে ক্যান্সারের কারণ হতে পারে এটাও উল্লেখ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারত সরকারকে তামাকজাত পণ্যের উপর ৭৫ শতাংশ কর আদায়ের নির্দেশ দিয়েছিল। কিন্তু ভারতে বিড়ির ওপর ২২ শতাংশ এবং সিগারেটের ওপর ৫৩ শতাংশ ও ধোঁয়াবিহীন তামাকের ক্ষেত্রে ৬৪ শতাংশ কর আদায় করে সরকার। তাই ভারতের এই সিদ্ধান্তে আরও হতাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
হু এর মতে ভারতে ১৩৮ কোটির মধ্যে ১২০ কোটি মানুষই ধূমপানে আসক্ত। এদের মধ্যে প্রতি বছর ৭০ লক্ষেরও বেশি মানুষ সরাসরি তামাক ব্যবহারের কারণে মারা যায়। সারা বিশ্বে ধূমপানকারীদের মধ্যে ৮০ শতাংশই নিম্ন এবং মধ্যম আয়ুর মানুষ। এরফলে ধূমপান একটি মহামারী আকার নিচ্ছে। সিগারেট থেকে মৃত্যুর প্রধান কারণ নিকোটিন। যা ধীরে ধীরে আসক্ত করিয়ে মৃত্যু মুখী করে তোলে। সরকার অনেকবার তামাকজাত পণ্য সেবন বন্ধ করার চেষ্টা করলেও সফলতা আসেনি। তাই নতুন পদক্ষেপের দিকে আগ্রহী স্থায়ী সংসদ কমিটি।