রিন্টু ব্রহ্ম
আজ সোমবার দেশের ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হবে পঞ্চম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে এই দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ মিলিয়ে মোট ৭টি আসনে ভোট হবে। পাশাপাশি উত্তরপ্রদেশের ১৪টি, বিহারের ৫টি, মহারাষ্ট্রের ১৩টি, ঝাড়খণ্ডের ৩টি ও ওড়িশার ৫টি আসনে ভোট হবে। জম্মু ও কাশ্মীরের বারমুলা লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে এই দফায়। সারা দেশে ৭ দফায় লোকসভা ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধি, স্মৃতি ইরানি ও রাজনাথ সিং-এর মতো হেভিওয়েট প্রার্থীদের।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি রায়বরেলী আসন থেকে প্রার্থী হয়েছেন। ২০০৪ সাল থেকে এই আসন থেকে একটানা ৫ বার লোকসভা ভোটে জিতেছেন রাহুলের মা তথা সনিয়া গান্ধি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যোগী সরকারের মন্ত্রী বিজেপির দীনেশপ্রতাপ সিংহ। আজ ভোট রয়েছে অমেঠী আসনেও। এখান থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৯ সালে এই আসনে কংগ্রেসের প্রার্থী রাহুলকে হারিয়েছিলেন স্মৃতি। এ বার স্মৃতির বিরুদ্ধে কিশোরীলাল শর্মাকে প্রার্থী করেছে কংগ্রেস। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ লখনউ কেন্দ্র থেকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল মুম্বই উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছে একঝাক মুখ। এঁদের মধ্যে আছেন ৬ সাংসদ। বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, উলুবেড়িয়ায় তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ ও শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হুগলির প্রার্থীতে হয়েছেন লকটের একসময়ের সহকর্মী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের অর্জুন সিংহের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরও রাজ্য রাজনীতিতে এখন তারকা মুখ।