রিন্টু ব্রহ্ম
প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটির বেশি। তবে তাঁর নেই নিজস্ব কোনও বাড়ি-গাড়ি। মঙ্গলবার বারাণসী লোকসভা আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পত্র জমা দেন নরেন্দ্র মোদী। সেই মনোনয়নে পত্রে নির্বাচন কমিশনকে দেওয়া ঘোষণাপত্রে এমনই জানালেন দেশের দুবারের প্রধানমন্ত্রী।
ঘোষণাপত্রে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৩.২ কোটি টাকা। তবে, তাঁর মধ্যে বেশিরভাগ টাকাই ফিক্সড ডিপোজিট হিসেবে সঞ্চিত রাখা আছে। তিনি জানিয়েছেন, ২.৮৬ কোটি টাকা স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখা আছে, দুটি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মোট ৮০ হাজার ৩০২ টাকা সঞ্চিত রাখা হয়েছে। এছাড়াও তাঁর হাতে ৫২ হাজার ৯২০ টাকা নগদ রয়েছে। অন্যদিকে তাঁর প্রায় ৯.২ লাখ টাকা বিনিয়োগ করা আছে ন্যাশানাল সেভিংস সার্টিফিকেটে। এবং তাঁর ২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের সোনার গয়না রয়েছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য দেখুন এই লিঙ্কে – ক্লিক করুন
অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার স্থানে তিনি জানিয়েছেন, ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বি.এ সম্পন্ন করেছেন। তারপর ১৯৮৩ সালে তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেছেন। তাঁর বিরুদ্ধে কোনও ক্রিমিনাল কেস নেই বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Read more How to Join NSG: কীভাবে যোগ দেবেন NSG-তে ? জানুন বিস্তারিত